সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রায়পুরায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার পর বন্ধ সমিতি রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী ২৫ মার্চ নরসিংদীতে গণহত্যা দিবস পালিত রানা প্লাজা ধসের ১০ বছর: ‘দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে’ রবিউল ওরফে আরাভের নামে ইন্টারপোলের রেড নোটিস ‘সুলভ মূল্যে’ মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড় পলাশে প্রেমিকাকে কলাবাগানে ডেকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার নরসিংদীতে রায়পুরা মরজালে প্রতি পক্ষকে ঘায়েল করতে বিষ খেয়ে এক নারী আত্তহত্যা করার তথ্য পাওয়া গেছে ।

আসামে উপর্যুপরি গুলি ছোঁড়ার পর ৫ জনকে পুড়িয়ে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬২১ বার দেখেছে

রাস্তায় সাতটি ট্রাকের গতিরোধ করে সেগুলোতে সশস্ত্র কিছু লোক উপর্যুপরি গুলি ছোঁড়ার পর আগুন ধরিয়ে দিলে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার আসামের দিমা হাসাও জেলায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

দিমা হাসাও জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ জয়ন্ত সিং বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে সশস্ত্র কিছু লোক ট্রাকগুলো থামায়। এর মধ্যে ছয়টি ট্রাকে ছিল সিমেন্ট এবং একটিতে ছিল কয়লা। থামানোর পর উপর্যুপরি গুলি ছোঁড়া হয় ট্রাকগুলো লক্ষ্য করে।  কিছুক্ষণ পর তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও একজন। তারা সবাই ট্রাকচালক এবং শ্রমিক বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, এ হামলার সঙ্গে সশস্ত্র দিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) হাত রয়েছে।

২০১৯ সালের এপ্রিলে ডিএনএলএ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

দিমাসা আসামের একটি উপজাতি। ২০১১ সালের জরিপ অনুযায়ী, দিমা হাসাও জেলায় প্রায় এক লাখ ৪২ হাজার ৪১৩ জন দিমাসা উপজাতির মানুষের বসবাস। নাগাল্যান্ডেও এ উপজাতির মানুষেরা বাস করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ