মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:১৬ অপরাহ্ন

ঈদুল আযহাকে ঘিরে নরসিংদীতে গরুর খামারের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪০ বার দেখেছে

ঈদুল আযহাকে ঘিরে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে অপরাধ পর্যালোচনা এবং গরুর খামারের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ মে) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে জুম কনফারেন্সিং এর মাধ্যমে এই সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি এবং  আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

উক্ত সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ মেসবাহ উদ্দিন-সহ কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, ওসি, ডিবি এবং সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত)-গণ, সকল তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ সংযুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ