নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় স্বয়ং পিতা হাজী মো. আইনুল মিয়া, বোন জুলেখা বেগম হত্যাকারী ইয়াছিনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন তার স্বজনরা। বুধবার (২৪মে) সকালে সংবাদিক সম্মেলনের মাধ্যমে এ দাবী করেন বাংলাদেশ হাজী কল্যাণ সোসাইটির রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইউনিয়ন সভাপতি হাজী শাহ আলম ভূইয়া ও খুনি ইয়াছিনের স্বজনরা। এই সময় লিখিত বক্তব্যে তিনি বলেন হাজী আইনুল মিয়ার ছেলে ইয়াসিন একজন মাদকাশক্ত নেশাখোর ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই বাবাকে গালিগালাজ, মারধর, ও নির্যাতন করতো। গত ৭মে ঘটনার দিন ইয়াসিন তার বাবার নিকট মাদক কেনার টাকা চেয়েছিলো। সে টাকা দিতে নারাজ হওয়াই এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে দেশীয় দাঁরালো অস্ত্র দা- দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করে ৯৯৯ নম্বরে কল দেয় ছেলে ইয়াসিন। ৯৯৯ নম্বরে কল পেয়ে এস,আই,নবী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খুনির স্বীকারোক্তিতে তাকে গ্রেপ্তার করেন। এছাড়াও ইয়াসিন তার বোন ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ঝুমাকেও কেরোসিন লাগিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করেছিলো। সংবাদ সম্মেলনে এই সময় বক্তব্য রাখেন নিহতের বড় ভাই মো: জয়নাল আবেদীন, মো: আনিসুজ্জামান, সুরুজ মিয়া, মির্জানগর ইউনিয়ন আওযামীলীগের সাধারন সম্পাদক মো: শামীমসহ অনেকে। এই সময় বক্তারা বলেন, হাজী আইনুল মিয়া একজন ভালো লোক ছিলেন। তার ছেলে ইয়াসিন ছিলেন একজন মাদকসেবী। এছাড়াও সমাজের বিভিন্ন অপকর্মেও সাথে জরিত ছিলো ইয়াসিন। তার সর্বোচ্চ দাবী ফাঁসীর রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, নরসিংদী জেলা প্রশাসন, রায়পুরা উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী জানানা বক্তারা। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply