নরসিংদীর পলাশে চোর সন্দেহে গণপিটুনিতে ১ কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয় আরও ১ কিশোর। রবিবার ভোরে উপজেলার পাইকসা এলাকায় এই ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত নিহত এবং আহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে, নিহত কিশোরের নাম রাজন মিয়া (১৫) এমনটাই জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় ,ভোর সাড়ে চারটার দিকে পলাশের পাইকসা এবং চরপাড়া এলাকায় ঘুরাঘুরি করছিলো দুই কিশোর। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা লোকজন জড়ো করে দুই কিশোরকে ধাওয়া করে। এক পর্যায়ে গণপিটুনি দিলে দুই কিশোরের একজন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় আরও একজনকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পলাশ থানার তদন্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন , পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা চোর কি না এবং আসলে কি ঘটেছিলো সেসব বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই।
Leave a Reply