মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীর সফলতা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬৩ বার দেখেছে
খুলনা প্রতিনিধিঃবঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধুর শিশু কিশোর পদক ২০২৩ আয়োজনে করেন।খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজন করেন ১৮মার্চ  সকাল ৯ঘটিকা থেকে খুলনা সোনাপোতা আহসানউল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সকল সুধীজন। এখানে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে দ্বিতীয় স্থান অর্জন করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সৌহার্দ্য বিশ্বাস। খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।উক্ত অনুষ্ঠানে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে এদের নিয়ে ঢাকায় পুনরায় আবার একটি প্রতিযোগিতা পরিচালনা করবেন বাংলাদেশের সকল বিভাগের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে। খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী  “গ” গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রানার্স আপ অর্জন করে।আমরা অত্যন্ত আনন্দিত আপনারা সবাই খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সৌহার্দ্যর জন্য শুভ কামনা করবেন। এই অর্জন খুলনা বাসীর সবার সুনাম বয়ে আনবে যদি ঢাকায় গিয়ে ফাইনাল রাউন্ডে টিকতে পারে। আমরা সকল সাংস্কৃতিক মনা শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করি এমন প্রত্যাশায়
 চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
 খুলনা আর্ট  একাডেমি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ