জেলা পুলিশ, নরসিংদীর বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ মঙ্গলবার (৩০ মে, ২০২৩খ্রি.) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরবর্তীতে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, বিরোধ নিষ্পত্তি, বি-রোল ইস্যু, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এর কার্যক্রম, মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) এস এম আসিফ আল হাসান-সহ কোট পুলিশ পরিদর্শক, ডিআইও (১), ওসি ডিবি, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এর ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply