ডিবি নরসিংদী কর্তৃক ১০ (দশ) কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার (১৭ মার্চ, ২০২৩) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বে একটি টিম নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া সাকিনস্হ হোসেন বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর থেকে রাত ২১’৪৫ ঘটিকার সময় ১০ (দশ) কেজি গাঁজা সহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
*গ্রেফতারকৃত আসামির বর্ণনা*
১। মোঃ জহিরুল ইসলাম জুয়েল (২৬), পিতা-আলহাজ আলী, মাতা-জোহুরা বেগম, সাং-চতর(নয়াপাড়া চতর) থানা ও জেলা-গাজীপুর।
২। মোঃ মমিনুজ্জামান ওরফে রাতুল (২৯) পিতা মৃত-মনিরুজ্জামান, মাতা-জুলেখা মনির, সাং-পানিয়ারু, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, এ/পি সাং-কাপাসিয়া বাজার (ভূঁইয়া বাড়ী), থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর।
৩। মশিউর রহমান রাকিব (২০), পিতা-নাজিম উদ্দিন, মাতা-হাসিনা, সাং- জয়দেবপুর, শিমুলতলী থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর।
*উদ্ধারকৃত আলামতের বর্ণনা*
১০ (দশ) কেজি গাঁজা
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply