মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১০ অক্টোবরস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন,বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতিনিয়ন্ত্রনে এসেছে। দেশে করোনা সংক্রামণের হার এখনো শতকরা১১ ভাগ । আমাদের আরো কাজ করতে হবে এবং সংক্রামণের হারশুন্যের কোঠায় নিয়ে আসতে হবে। দেশে গত এক সপ্তাহে গড়েকরোনায় মৃত্যুর প্রতিদিন ২০ -২২ জনের মতো।
একটি মৃত্যুওআমাদের কাম্যনয়। আমাদের টার্গেট এখন করোনায় যেন একটিমানুষেরও মৃত্যু না হয়। করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকইস্বাস্থ্য বিভাগকে সমালোচনা করলেও প্রধান মন্ত্রী শেখ হাসিনারকাছ থেকে প্রশংসা পাওয়াতে আমাদের সেই দুঃখ দুর হয়ে গেছে।করোন ভাইরাসের টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। আমাদেরসবধরণে প্রস্তুতি রয়েছে। সামনে শীত আসছে, এই সময় করোনাপরিস্থিতি অবনতি হওয়ার আশংকা রয়েছে। তাই শীতের সময়সামাজিক অনুষ্ঠান যতোটা সম্ভব এড়িয়ে চলাই ভালো ।
শনিবার বিকেল মানিকগঞ্জে পৌরসভার নয়াকান্দি এলাকায়প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যাপ্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে এসব কথা বলেন।নিপোর্টের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহারসভাপতিত্বে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটউদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনাঅধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত সচিবশাহ আলম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপাররিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমীনআখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান,পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিপোর্টের পরিচালকনিমাই চন্দ্র পাল। এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন সদর উপজেলাআয়োজিত গড়পাড়া শুভ্রসেন্টারে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পেরআওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১০টি ইউনিয়নে২৬০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলক‚প বিতরন উদ্বোধনকরেন
Leave a Reply