মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:০৯ অপরাহ্ন

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৬ বার দেখেছে

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বেলাব উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলো ,রায়পুরার আল আমিন খন্দকার (৩২), মনোহরদীর মো. নজরুল (৩০), বেলাব উপজেলার মো. সুমন (৪০), মেহেদী হাসান কাউসার (২৫), আনোয়ার হোসেন (৪০) এবং শিবপুরের সোহরাব হোসেন( ৩৮) ।

 

পুলিশ জানায়,বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার নামাবাজার শ্মশানঘাট ব্রিজের পাশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন মিটিং করছিলো। দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এই আই কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৩ টি চাপাতি ,১টি লোহার তৈরী কাটার,১টি সামুরাই এবং ১টি রামদা উদ্ধার করে।

 

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন , আটককৃতরা সবাই পেশাদার ডাকাত। তাদের সবার বিরুদ্ধেই জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ