শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হারুন-মামুনকাণ্ড : আরও ৭ দিন সময় চাইলো তদন্ত কমিটি যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান নরসিংদীতে জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত- রনি সভাপতি বাবু সা. সম্পাদক ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু, হাসপাতালে তিন হাজারের বেশি রোগী নরসিংদীতে চরদিঘলদীতে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৭ নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ ভিটিমরজালে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩ নরসিংদীতে লাবিবা পরিবহনের ফাদে পড়ে ঝড়ে পড়ছে একাধিক প্রাণ নরসিংদীতে ৫ ঘন্টার ব্যবধানে সড়কে প্রাণ গেল ৬ জনের

নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, শত শত যাত্রীর ভোগান্তি

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার দেখেছে

নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা রেললাইনে আটকে ছিল। আজ বুধবার বেলা ২টা ২২ মিনিটে স্টেশনসংলগ্ন তরোয়া এলাকার ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দেড় ঘণ্টা পর আন্তনগর চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনের সহায়তায় ট্রেনটিকে পরবর্তী স্টেশন জিনারদীতে নেওয়া হয়।

স্টেশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বেলা একটায় ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। বেলা ২টা ১৬ মিনিটে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য থামে ট্রেনটি। যাত্রাবিরতি শেষে ২টা ১৮ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর চার মিনিটের মাথায় ইঞ্জিন বিকল হয়ে হঠাৎ ট্রেনটি থেমে যায়।

এ ঘটনায় ট্রেনটির ঢাকাসহ বিভিন্ন স্টেশনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। কেউ কেউ ট্রেন থেকে নেমে শহরের জেলখানার মোড় হয়ে বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। আবার কেউ কেউ রেলস্টেশনে ফিরে পরবর্তী ট্রেনের অপেক্ষা করেন। অনেক যাত্রীকে ট্রেনের ভেতরে বসে থাকতে দেখা যায়। যাত্রীরা নিশ্চিত ছিলেন না, ট্রেন গন্তব্যে ছেড়ে যাবে কি না। এ কারণে আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটিও ৩০ মিনিট পর গন্তব্যে পৌঁছায়।

তিতাস কমিউটার ট্রেনের চালক ও সহকারী লোকোমাস্টার মো. ফরহাদ বলেন, নরসিংদী রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন থেকে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হতে শুরু করে। ২টা ২২ মিনিটে নরসিংদী শহরের তরোয়া এলাকায় পৌঁছার পর ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে ইঞ্জিন পরীক্ষা করলে জেনারেটরের ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই ঢাকায় খবর পাঠানো হয়। সেখান থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে তাঁদের জানানো হয়েছে।

নরসিংদী রেলস্টেশনের মাস্টার ইমন খান বলেন, বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরবর্তী ট্রেন আন্তনগর চট্টলা এক্সপ্রেস স্টেশনটিতে যাত্রাবিরতি দেয়। এই ট্রেনের ইঞ্জিনের সহায়তায় ইঞ্জিন বিকল হওয়া তিতাস কমিউটারকে পরবর্তী জিনারদী স্টেশনে নেওয়া হয়। পরে ইঞ্জিনটি ফিরে এসে ৪টা ৩৫ মিনিটের দিকে নরসিংদী থেকে বগি নিয়ে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ