নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী রায়পুরা মরজালে এলাকায় আজগর আলী টেক তাকমিয়া নামে ২৫ বছরের তরুনী বিষ খেয়ে পক্ষকে ঘায়েল করতে নিজে আত্তহত্যা করার অভিযোগ উঠেছে
খোজ নিয়ে জানা যায় যে তাকমিয়া ২৫ পিতা বাচ্চু মিয়া গ্রাম বটিয়ারা একালাক বাসিন্দা সে
প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে মহসিন কে প্রেমের ফাদে ফেলে বিবাহ করে বলে তথ্য পাওয়া যায় কিছু দিন যেতে না যেতেই তাদের সংসারে ঝগরা সৃষ্টি হয় এক পর্যায়ে তাকমিয়া নিজেই মহসিন কে ডিভোর্স দিয়ে দেয় এদিকে তাকমিয়ার বাবা ও তার বাবাকে মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে
জানা গেছে তাকমিয়া বিষ খাওয়ার পর প্রথম বেলাব উপজেলায় স্বাস্থ ক্রিনিকে নেয়া হয় তার অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় ওইখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়
এদিকে আজগর আলী টেকের এক নারী সংবাদ কর্মীদের কে জানান পর্বে শত্রæতার যের ধরে প্রতি পক্ষকে ঘায়েল করতে তাকমিয়া নিজেই বিষ খেয়ে আত্তহত্যা করেছে বলে আমরা জেনেছি
অপরদিকে তাকমিয়ার দাদী সংবাদ কর্মী রুদ্রকে বলেন আমার নাতি তার স্বামী মহসিন এর অত্যাচার ও নির্যাতনের জালায় বিষ খেয়ে আত্তহত্যা করেছে অথচ তিনি নিজেই স্বীকার করেন যে বিষ খাওয়ার সময় মহসিন এখানে উপস্থিত ছিলো না বলে বলেন ।
এদিকে মহসিন কে মোবাইল ফোনে জানতে চাইলে গনমাধ্যম কর্মীদের কে বলে যেহেতু তাকমিয়া আমাকে নিজেই ডিভোর্স দিয়েছে সে ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করা আমার উচিত নয়।
অথচ তাকমিয়ার পরিবার এই মামলায় জরিয়ে দিবে বলে হুমকি প্রদান করছে তাই আমি এই বিষয় সুস্থ তদন্ত করে প্রক্রিত অপরাধী আইনের আওতায় আনার জোরা দাবী জানাচ্ছি ।
তাকমিয়ার বাড়ীতে এখন দঃখের ছায়া ও তার কবর খোরতে ব্যাস্ত তার পরিবার রায়পুরা থানায় বর্তমানে তাকমিয়া লাশ এখন থানায় রয়েছে বলে জানিছে তার দাদী
Leave a Reply