নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বরন্য রাজনীতিবিদ, জেলা পরিষদের চেয়ারম্যান, প্রতিযশা আইনজীবি মরহুম এড.আসাদোজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (১ ফেব্রয়ারী) মরহুম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে এড.আসাদোজ্জামান পরিষদ, জেলা পরিষদ ও মরহুমের পরিবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেন।
কর্মসূচিগুলোর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, মরহুমের কবরে পুস্প অর্পন এবং স্মৃতি চারন করা হয়। ভোরের প্রথম প্রহরে পৃথক পৃথকভাবে মরহুমের পরিবার, এড. আসাদুজ্জামান পরিষদ ও বিভিন্ন নেতাকর্মীরা ও কবরে পুষ্প অর্পন করেন।
সকাল ১০টায় জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়াসহ সকল সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মরহুমের দুই মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা, রিমা আক্তার এবং পরিষদের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বিকালে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয় মাঠে এড. আসাদোজ্জামান পরিষদের উদ্যোগে ডা.সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক)।
বিশেষ অতিথি ছিলেন মরহুমের জামাতা নারায়নগঞ্জ-২ (আড়াই হাজার) সংসদ সদস্য মো: নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আইন সমিতির সভাপতি একেএম আফজাল উল মুনীর, মরহুমের সহধর্মিণী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফা জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক এড. রিপন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নজরপুর, করিমপুর, আলোকবালি ও আমিরগঞ্জের ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং জেলা শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply