সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রায়পুরায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার পর বন্ধ সমিতি রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী ২৫ মার্চ নরসিংদীতে গণহত্যা দিবস পালিত রানা প্লাজা ধসের ১০ বছর: ‘দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে’ রবিউল ওরফে আরাভের নামে ইন্টারপোলের রেড নোটিস ‘সুলভ মূল্যে’ মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড় পলাশে প্রেমিকাকে কলাবাগানে ডেকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার নরসিংদীতে রায়পুরা মরজালে প্রতি পক্ষকে ঘায়েল করতে বিষ খেয়ে এক নারী আত্তহত্যা করার তথ্য পাওয়া গেছে ।

নরসিংদী আ.লীগ নেতা আসাদোজ্জামান এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩ বার দেখেছে

নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বরন্য রাজনীতিবিদ, জেলা পরিষদের চেয়ারম্যান, প্রতিযশা আইনজীবি মরহুম এড.আসাদোজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

বুধবার (১ ফেব্রয়ারী) মরহুম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে এড.আসাদোজ্জামান পরিষদ, জেলা পরিষদ ও মরহুমের পরিবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেন।

কর্মসূচিগুলোর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, মরহুমের কবরে পুস্প অর্পন এবং স্মৃতি চারন করা হয়। ভোরের প্রথম প্রহরে পৃথক পৃথকভাবে মরহুমের পরিবার, এড. আসাদুজ্জামান পরিষদ ও বিভিন্ন নেতাকর্মীরা  ও কবরে পুষ্প অর্পন করেন।

সকাল ১০টায় জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়াসহ সকল সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মরহুমের দুই মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা, রিমা আক্তার এবং পরিষদের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে বিকালে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয় মাঠে এড. আসাদোজ্জামান পরিষদের উদ্যোগে ডা.সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক)।

বিশেষ অতিথি ছিলেন মরহুমের জামাতা নারায়নগঞ্জ-২ (আড়াই হাজার) সংসদ সদস্য মো: নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আইন সমিতির সভাপতি একেএম আফজাল উল মুনীর, মরহুমের সহধর্মিণী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফা জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক এড. রিপন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নজরপুর, করিমপুর, আলোকবালি ও আমিরগঞ্জের ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং জেলা শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ