সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রায়পুরায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার পর বন্ধ সমিতি রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী ২৫ মার্চ নরসিংদীতে গণহত্যা দিবস পালিত রানা প্লাজা ধসের ১০ বছর: ‘দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে’ রবিউল ওরফে আরাভের নামে ইন্টারপোলের রেড নোটিস ‘সুলভ মূল্যে’ মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড় পলাশে প্রেমিকাকে কলাবাগানে ডেকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার নরসিংদীতে রায়পুরা মরজালে প্রতি পক্ষকে ঘায়েল করতে বিষ খেয়ে এক নারী আত্তহত্যা করার তথ্য পাওয়া গেছে ।

নরসিংদী মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪ বার দেখেছে

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে একটি কলাবাগান থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাস এর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ দিকে পঞ্চমণি দাস ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুর ১২টার দিকে কলাবাগানে হাত-পা ও মুখ বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ