সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রায়পুরায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার পর বন্ধ সমিতি রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী ২৫ মার্চ নরসিংদীতে গণহত্যা দিবস পালিত রানা প্লাজা ধসের ১০ বছর: ‘দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে’ রবিউল ওরফে আরাভের নামে ইন্টারপোলের রেড নোটিস ‘সুলভ মূল্যে’ মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড় পলাশে প্রেমিকাকে কলাবাগানে ডেকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার নরসিংদীতে রায়পুরা মরজালে প্রতি পক্ষকে ঘায়েল করতে বিষ খেয়ে এক নারী আত্তহত্যা করার তথ্য পাওয়া গেছে ।

পলাশে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৩ বার দেখেছে

“আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ জোবাইদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ ও ন্যাশনাল বীমার পলাশের প্রতিনিধি আসাদউল্লাহ প্রমূখ।

র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিগন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ