লিওনেল মেসিকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন ক্যানেলো আলভারেজ। ক্রীড়াঙ্গনের একাধিক ব্যক্তির তোপের মুখে পড়ে অবশেষে আর্জেন্টাইন তারকার কাছে ক্ষমা চেয়েছেন মেক্সিকান এ বক্সার।
বিশ্বকাপ গ্রুপ পর্বে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের পরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, আর্জেন্টিনা দলের বাকিরা যখন উদ্যাপন করছিলেন, মেসি তখন নিজের জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। ভিডিওটি দেখে মেসি আর্জেন্টাইন পতাকাকে অসম্মান করেছেন দাবি করে টুইট করেন আলভারেজ।
Leave a Reply