শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখল ও হুমকির অভিযোগ নরসিংদীতে প্রেসক্লাব নির্বাচন : নুরল সভাপতি, সম্পাদক মোবারক নরসিংদীতে ঢাকা সিলেড মহাসড়কে হরতাল ও অবরুধের মাঝে সড়ক দূর্গটনায় আহত-৪ নরসিংদীতে জারজ সন্তান কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ১৯ বছর পর নরসিংদীতে প্রধানমন্ত্রী কক্সবাজারে রেলপথ ও স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ট্রেনে রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী রোববার নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন এশিয়ার বৃহৎ সার কারখানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে নরসিংদী রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধর, ছেলের কারাদণ্ড

রায়পুরায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৮৩ বার দেখেছে

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরায় মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুর পৌণে ১টায় ঢাকা সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস মহাসড়কের ভিটিমরজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন ও মোটরবাইকে থাকা দুই আরোহী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠায়। নরসিংদী নেয়ার পথে সাইফুল ইসলাম নামে মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো: মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথিমধ্যে একজন নিহত হয়েছেন। গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ