সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রায়পুরায় গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার পর বন্ধ সমিতি রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী ২৫ মার্চ নরসিংদীতে গণহত্যা দিবস পালিত রানা প্লাজা ধসের ১০ বছর: ‘দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে’ রবিউল ওরফে আরাভের নামে ইন্টারপোলের রেড নোটিস ‘সুলভ মূল্যে’ মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড় পলাশে প্রেমিকাকে কলাবাগানে ডেকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার নরসিংদীতে রায়পুরা মরজালে প্রতি পক্ষকে ঘায়েল করতে বিষ খেয়ে এক নারী আত্তহত্যা করার তথ্য পাওয়া গেছে ।

রায়পুরায় শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি

  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯ বার দেখেছে

নরসিংদীর রায়পুরায় শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। রোববার বিকেলে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের পাঁচ শতাধিক শীতার্ত গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন ফরিদা ইয়াসমিন।

এসময় রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ঝিনাইদহ সরকারি লালন শাহ কলেজের প্রফেসর আতাউর রহমান, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযহারুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য আল-আমিন, উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নারীদের অগ্রাধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের ৬৮ বছরের ইতিহাসে নারী সাংবাদিক সভাপতি হওয়ার মধ্য দিয়ে দেশে নারীদের যে অধিকার বা কথা বলার সুযোগ আছে তা প্রকাশ পেয়েছে।

তিনি আরোও বলেন, দেশের প্রতিটা সেক্টরেই নারীরা এগিয়ে আছে। আপনাদেরকেও এখান থেকে উঠে আসতে হবে। পরিবার, সংসারের পাশাপাশি সকল কাজই করতে হবে। শেষে তিনি তার প্রয়াত পিতার স্মরণে স্মৃতিচারণ করেন এবং তার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ