ম্যাচের বাকি পুরো তিন দিন। ৯ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৩৭০ রানের। এটিকে আরও বড় করার লক্ষ্য নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবে স্বাগতিকরা।
দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১১৬ রান যোগ করে অপরাজিত জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনই সমান ৬৪ বল খেলে করেছেন ৫৪ রান। নতুন দিনে তাদের কাছে আরও বড় কিছুর প্রত্যাশাই থাকবে বাংলাদেশের।
ছুটির দিন সকাল থেকেই তীব্র রোদ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গত দুই দিনের মতো আজ বিকেলেও আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে বৃষ্টির শঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২ (আগের দিন ৩৬২/৫) (মুশফিক ৪৭, মিরাজ ৪৮, তাসকিন ২, তাইজুল ০, শরিফুল ৬, ইবাদত ০*; ইয়ামিন ১০-১-৩৯-২, মাসুদ ১৬-২-৭৯-৫, করিম ১১-৩-৩৩-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদি ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাই ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, ইবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২)
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩ ওভারে ১৩৪/১ (জয় ১৭, জাকির ৫৪*, শান্ত ৫৪*; আহমাদজাই ৫-০-৩৪-০, মাসুদ ৩.৫-০-৩০-০, হামজা ৬.১-০-২৭-১, জানাত ৪-০-২৪-০, জাহির ৪-০-১৯-০)
হাতে সময় অফুরান, লিডও প্রায় আকাশছোঁয়া। তাই কোনো তাড়াহুড়োর পক্ষে নয় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় তার দল।
“যদি আমাদের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, আমরা সারা দিন ব্যাটিং করতে পছন্দ করব। যাতে বুঝতে পারি এই ধরনের কন্ডিশনে আমরা কেমন করি। যেহেতু এটি স্রেফ একটি টেস্ট। তো এই মুহূর্তে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।”
আগের দিন যেখানে শেষ করেন, তৃতীয় দিন সকালে সেখান থেকেই যেন শুরু করলেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। সাবলিল ব্যাটিংয়ে ৫ ওভারের মধ্যেই লিড চারশ পার করালেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
লিড চারশ পেরোনোর পর দুজনের জুটিতেও পূরণ হয়েছে দেড়শ রান। এর আগে চার ইনিংস একসঙ্গে ইনিংস সূচনা করেছেন জাকির, শান্ত। সেখানে ছিল একটি সেঞ্চুরি ছোঁয়া জুটি।
এবার প্রথমবার দ্বিতীয় উইকেটে জুটি বেধে দেড়শ পেরোলেন তারা। পরে নামলেও ৭৬ রান করে জুটিতে বড় অংশের অবদান শান্তর, জাকির করেছেন ৬৫।
৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭৩ রান। স্বাগতিক লিড বেড়ে হয়েছে ৪০৯।
Leave a Reply