শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হারুন-মামুনকাণ্ড : আরও ৭ দিন সময় চাইলো তদন্ত কমিটি যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান নরসিংদীতে জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত- রনি সভাপতি বাবু সা. সম্পাদক ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু, হাসপাতালে তিন হাজারের বেশি রোগী নরসিংদীতে চরদিঘলদীতে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৭ নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ ভিটিমরজালে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩ নরসিংদীতে লাবিবা পরিবহনের ফাদে পড়ে ঝড়ে পড়ছে একাধিক প্রাণ নরসিংদীতে ৫ ঘন্টার ব্যবধানে সড়কে প্রাণ গেল ৬ জনের

শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১২৩ বার দেখেছে

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুরের চক্রধা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পচার বাড়ির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক ছাত্রনেতা শাহ সেলিম রেজা কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন।ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ কাউছার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন আঙ্গুর,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু,চরসিন্দুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী স্বপন, উপজেলা কৃষক লীগের সভাপতি মিন্টু মৃধা,টুর্নামেন্টের আয়োজক মনজুর আলম খান নিপু ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নরসিংদী ফুটবল একাদশ বনাম সাধারচর ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব।সুন্দর ও মনোরম পরিবেশে খেলাটি উপভোগ করতে হাজারো ফুটবল প্রেমিরা মাঠে ভিড় জমান।খেলায় টাই ব্রেকারে ৪-৩ গোলে নরসিংদী ফুটবল একাদশকে পরাজিত করে সাধারচর ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাব। উল্লেখ ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মইন,বায়েজিদ, সজিব,রাব্বি, রবিউল, আল আমিন, মুছা টুর্নামেন্ট জুড়ে সুন্দর খেলা উপহার ফুটবল প্রেমিদের।
ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করেন মোঃ রিপন মিয়া, ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে আসছেন শেখ সাদী ভুঁইয়া সেক্রেটারি আই বি এ ঢাকা বিশ্ববিদ্যালয়, ভোরের হাওয়া সংগঠনের ক্রীড়া উপদেষ্টা হারুন অর রশীদ দায়িত্ব পালন করছেন। পরে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোরের হাওয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সভাপতি মোঃ মোগল হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সামছুল ইসলাম, নজরুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন,ইকবাল, জহির, মাহফুজ, চন্দন ও রোবেল, ছোটন, মাছুম, রানা প্রমুখ। ভোরের হাওয়া সংগঠনটি ইতিমধ্যে খেলাধুলা, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমাজে প্রতিনিধিত্ব করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ