নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের ১২ম মৃত্যু বার্ষিকীতে জেলা পুলিশ কর্তৃক নির্মিত পুলিশ স্মৃতি স্তম্ভ `দৃপ্ত শপথ` এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার,বেলাব থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ সহ জেলা ও উপজেলার অন্যান্য পুলিশ সদস্যগণ।
উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জানুয়ারি কর্তব্যরত অবস্থায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় নরসিংদীর বেলাব থানার ১০ পুলিশ সদস্য। দূর্ঘটনায় বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত)সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।
শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply