“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে মিষ্টিমুখ”
আজ ১৭ মার্চ ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্মিত জয় বাংলা চত্বরে অবস্থিত জাতির পিতার ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। তিনি নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়াও তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে উভয় স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের নরসিংদীবাসী জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরে জয় বাংলা চত্বরে এক ঝাঁক নবীন প্রাণের সমাবেশে কেক কেটে মিষ্টিমুখ করা হয়।
পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং ১৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply