মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

সিলেটের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৮০ বার দেখেছে

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে শুরু করেছিল মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। টস জিতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ম্যাশ।

অধিনায়কের সিদ্ধান্ত যথাযথই প্রমাণ করছেন দলটির বোলাররা। চট্টগ্রামকে প্রথম পাওয়ারপ্লেতে ২৩ রানের বেশি নিতে দেয়নি সিলেটের বোলাররা। এরমধ্যে আবার ৩ উইকেটও তুলে নেয় দলটি। পাওয়ারপ্লের পরের ওভারেও উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে ব্যাকফুটেই ঠেলে দিয়েছে সিলেট শিবির।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান। মাঠে আছেন আফিফ হোসেন এবং আল আমিন হোসেন।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন চট্টগ্রামের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন মেহেদী মারুফ এবং আফগান রিক্রুট দারউইশ রাসুল। এরমধ্যে ১১ রান করতে নিজের ভুলে রান আউটের ফাঁদে পড়ে ফেরেন মারুফ।

দারউইশও বেশিক্ষণ টিকতে পারেননি। আমিরের বাউন্সারে উইকেটের পেছনে মুশফিকের অসাধারণ এক ক্যাচে পরিণত হয়ে ৩ রান করে ফেরেন। বল হাতে নিয়ে সিলেটের পক্ষে তৃতীয় উইকেট শিকার করেন রেজাউর রাজা। চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোমকে ১ রানে ক্যাচে পরিণত করে ফেরান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ