নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, মুক্তিযুদ্ধ ৭১ সেক্টর ফোরাম নরসিংদীর সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখী। বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এম এন মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচকগণ তাদের বক্তব্য ২৫ মার্চ ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর ভারী অস্ত্রসহ বর্বর পাক হানাদার হামলার বর্ণনা করেন। দীর্ঘ ৯ মাসের গণহত্যার চিত্র তুলে ধরেন। এর পূর্বে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
Leave a Reply