ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে মনোহরদীতে জামায়াতের  বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে আজ  মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ আসরের নামাজের পর মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আসরের জামাতের ইমামতি করেন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

বিক্ষোভ মিছিলটি মনোহরদী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা ‘গাজা তুমি একা নও’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের মুক্তি চাই’—এই ধরনের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা শুধু ফিলিস্তিন নয়, সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বকে এক হয়ে দাঁড়াবার। আমরা এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ আমীর মাওলানা মো. সানাউল্লাহ, উত্তর আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং মনোহরদী পৌরসভা জামায়াতের আমীর মো. আসাদুজ্জামান নূর।

বক্তারা গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্ব এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের অবস্থা আরও ভয়াবহ রূপ নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৭ বার পড়া হয়েছে

গাজায় বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে মনোহরদীতে জামায়াতের  বিক্ষোভ মিছিল 

আপডেট সময় ০৮:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে আজ  মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ আসরের নামাজের পর মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আসরের জামাতের ইমামতি করেন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

বিক্ষোভ মিছিলটি মনোহরদী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা ‘গাজা তুমি একা নও’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের মুক্তি চাই’—এই ধরনের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা শুধু ফিলিস্তিন নয়, সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বকে এক হয়ে দাঁড়াবার। আমরা এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ আমীর মাওলানা মো. সানাউল্লাহ, উত্তর আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং মনোহরদী পৌরসভা জামায়াতের আমীর মো. আসাদুজ্জামান নূর।

বক্তারা গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্ব এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের অবস্থা আরও ভয়াবহ রূপ নেবে।