নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন পেলেন মনজুর এলাহী
অবশেষে ঘোষণা করা বাকী রাখা নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন পেলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহী। গত ১৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মনজুর এলাহী।
এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও আসনটি ফাঁকা রাখা হয়। পরে আরও বিভিন্ন আসনে মনোনয়ন ঘোষণায়ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
ট্যাগস :










