হাতিরদিয়া বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড আদায়
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ৫মার্চ ৩.৪৫মিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়ার নেতৃত্বে ফলের দোকান, ইফতারি দোকান, মুদির দোকান, তরকারি বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।


দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখাতে ২জন মুদী ব্যবসায়ীকে, মানুষের জীবন ও স্বাস্থ্যের ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রক্রিয়াকরন করিয়া রাখাতে ১জন মিষ্টি ও হোটেল মালিক কে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর” বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।
প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,সহযোগিতা ছিলেন এম. এইচ পারভেজ ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।
ট্যাগস :