উন্নয়নের ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : জেলা প্রশাসক
“অধিকার, সমতা ও ক্ষমতায়ন : নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শনিবার(০৮ মার্চ ২০২৫) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে ।
নরসিংদী জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত নারী দিবসে বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিলো র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান ।
র্যালিতে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসাপাশল, নরসিংদী সহ বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে ।
এর আগে নরসিংদী প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন -নরসিংদীর উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদী-এর উপপরিচালক সেলিনা আক্তার।
উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আছমা আহমেদ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, উন্নয়নের প্রত্যেক ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও অবদান রয়েছে। তাদের গুরুত্বপূর্ণ অবদান বাস্তবায়নে পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে। পুরুষের পাশাপাশি নারীর সক্ষমতা ও অভিমতকে শ্রদ্ধা জানানো সকলেরই কর্তব্য ।
তিনি আরও বলেন, নারীরা আমাদের মায়ের জাতি। ইসলামে নারীদেরকে সবচেয়ে বেশী সম্মানীয় করেছে। আমাদের মাঝে আজ কতিপয় নারীরাই নারীদের নির্যাতন করে থাকে।
তারা হলেন, কতিপয় শ্বাশুড়ী। কতিপয় মা তাঁর ছেলে সন্তানকে বেশী ভাল চোখে দেখেন। অপরদিকে, মেয়েটাকে অন্য চোখে দেখেন। এমন অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে মূল কথা হলে আমরা নারী-পুরুষ সবাই মানুষ। সকল ক্ষেত্রে আমাদের অধিকার সমান। তা নাহলে আমরা এ বিশ্বায়নের বাজারে ঠিকে থাকতে পারবো না।
অন্যান্য বক্তাগণ নারী দিবস উপলক্ষ্যে জেন্ডার বৈষম্য দূরীকরণ, প্রশাসনে নারীদের ক্রমবর্ধমান হার ও উদ্ভাবনী ক্ষেত্রে নারীদের অবদান নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।