ভাই বোন কখনও বোঝা নয় সম্পদ-সানউল হক নীরু
গত ৯ মার্চ ২০২৫ রবিবার জাতীয়তাবাদী ছাত্র দলের প্রান পুরুষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বকালের সেরা সংগঠক মাহবুবুল হক বাবলুর ৩৮ তম শাহাদাৎ বার্ষিকীতে শহিদ মাহবুবুল হক বাবলুর আপন সহোদর জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব সানাউল হক নীরু বলেন ভাই বোন কখনও বোঝা নয় সম্পদ। বাবলু ভাই আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। বাবলু ভাই দেখতে শুধুমাত্র একজন সুপুরুষ কিংবা সুদর্শন নয়, এ দেশের ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্রজনতার প্রতিনিধিত্বকারী নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসের মহানায়ক। যিনি দল ও দেশের জন্য অকাতরে জীবন দিয়ে ইতিহাস হয়ে রইলেন। বাবলু ভাই আমাদের ভাইবোন, পরিবার ও জীবনের প্রতিটি মূহুর্তে প্রাসঙ্গিক। সবাইকে বলে রেখেছি আমি যখন থাকবো না তখনও অনুজ বাকী ভাইবোন এবং তারা না থাকলে আমাদের সন্তনেরা মাহবুবুল হক বাবলু ভাইয়ের জন্য ৯ মার্চ বছরের গুরুত্বপূর্ণ এই দিনটাতে বাবলু ভাইয়ের কবরের পাশে একই ভ্যানুতে দোয়ার মাহফিল ও একবেলা আগত অতিথিবৃন্দকে আপ্যায়নের আয়োজন করে যাবেন ইনশাহ্ আল্লাহ।
বাবলু ভাই জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসের অন্যতম আইকন; সৎ, ঈমানদার ও দেশপ্রেমিক নেতা। স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপি ইতিহাসের শাহাদাত বরণকারী নেতাদের মধ্যে তিনি অন্যতম।
প্রতিবছর সিনিয়র মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদ, হেফজখানা সংলগ্ন বাবলু ভাইয়ের স্মৃতির মিনার কবরের পাশে একই শ্লোগানে মুখরিত হবে জিয়ার সৈনিক বাবলু ভাই আমরা তোমায় ভূলি নাই।