ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিবপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিবপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখা । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ মিছিল করা হয়। সোমবার (৭ এপ্রিল) বিকালে শিবপুর উপজেলা মডেল সামনে থেকে জামায়াতের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শিবপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: মুস্তাফিজুর রহমান কাওসার, সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, সূরা সদস্য অধ্যাপক আতাউর রহমান, পৌর আমীর অধ্যাপক আবদুর রহমান ভূইয়া ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ট্যাগস :