নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের আরশীনগর থেকে হাজীপুর গেটবাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় (ব্যাকহো) ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান পাঠ ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ। এ সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। গত ১৫ আগস্ট জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয় রেলওয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা সরিয়ে নিতে।
একাধিকবার নোটিশ, মাইকিংসহ সকল প্রক্রিয়া শেষ হওয়ায় চার দিনের অভিযান পরিচালিত হয়। পুরোপুরি রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এই অভিযান চলমান থাকবে। তবে স্থানীয় ভুক্তভোগীরা বলছেন, সরকারী সম্পত্তিতে ছোট ছোট দোকান নির্মান করে জীবীকা নির্বাহ করছিলো তারা। দোকানপাট সরিয়ে নিতে সময় দিলে অন্তত সরিয়ে নেয়া যেত খুদে এই দোকানীদের মালামাল।