বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী
বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী এর আয়োজনে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর সহযোগিতায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় “ Your Story Can Save a Life” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ”বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫” উপলক্ষ্যে নরসিংদী জেলায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মনোয়ার হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), নরসিংদী। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মীর বাবলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, নরসিংদী।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী। সভায় আরও উপস্থিত ছিলেন ডা. সঞ্জয় কুমার সাহা, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, নরসিংদী ও মোঃ মোতাহার বিল্লাহ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নরসিংদী।
সভায় প্রধান অতিথি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সচেতনতা। পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রয়োজন অভিভাবকের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন এবং পাঁচ বছর বা তার অধিক বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা।
সভায় বিশেষ অতিথি বলেন, পানিতে ডুবে মৃত্যু একটি নীরব মহামারি। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য। শুধু সাঁতারের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সচেতনতা। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। শিশু ও কিশোর-কিশোরীদের সাঁতারে দক্ষ করে তোলা, প্রাক বিদ্যালয়ের শিশুদের জন্য শিশু যত্ন কেন্দ্রের সুবিধা নিশ্চিত করা।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, পাঁচ থেকে দশ বছর বয়সী প্রতিটি শিশুকে সাঁতার শিক্ষা দেয়া প্রয়োজন। কারণ বয়স বেড়ে গেলে সাঁতার শিখা আর সম্ভব হয় না। জেলার মনোহরদী উপজেলায় পদক্ষেপ এনজিও চালিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রগুলো সহায়ক ভূমিকা পালন করবে। আশা করি নরসিংদী জেলার প্রতিটা শিশু সাঁতার শিখবে এবং অভিভাবকগণ তা সুনিশ্চিত করবে, এতে করে শিশুদের ভবিষ্যৎ পানিতে ডুবে মৃত্যু রোধ হবে।
এছাড়াও ”বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫” উপলক্ষ্যে রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ”বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫” উদযাপন আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং অন্যান্য বক্তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।