শিবপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে র্যালী এবং উপজেলা পরিষদ সভাকক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা ইয়াসমিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাফি আফরোজ সানি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক টিটু মৃধা, মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন কিবরিয়া গাজী, মো: মামুন মোল্লা প্রমুখ। আলোচনা শেষে মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন চাষিকে পুরস্কার প্রদান করা হয়।
ট্যাগস :