দেশের জনগণ তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন, এখন দেশে ফিরে এসে দলকে পূর্নগঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগন তাকেই আগামী দিনের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায়। আজকে চক্রন্ত-ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত হচ্ছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। নির্বাচনের সময় ঘোষনার পর কিছুদল যাদের এই নির্বাচনে জামানত থাকবে না, যারা কোন আসন পাবে না তারা নির্বাচনকে পন্ড করার ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা করে কোনো লাভ হবে না। যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষপ্ত হবে।
তিনি শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালীপূর্ব এক সংক্ষিপ্ত সামাবেশে এসব কথা বলেন।
তিনি আরো বলেন গত ১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা মামলা, হামলা, গুম, খুনের মাধ্যমে চেয়েছিলো বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাকেই আজ দেশে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেতে পালিয়ে যাওয়ার পর একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে। তা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে এবং নির্বাচনে বিজয়ের মধ্যমেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে।
আলোচনা শেষে শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিল (সাবেক ভিপি), অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎসহ সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









