ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেলাবতে ১৪৩ বস্তা জিরা’সহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

নিজস্ব সংবাদ :

নরসিংদীর বেলাবতে অভিনব কায়দায় পাচারকালে ১৪৩ বস্তা অবৈধ জিরা’সহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমান উল্লাহর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড নামক স্থানে চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১২-০৭৭৬) থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ জিরার বস্তা।

অভিযানকালে ট্রাকের চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম মো: মোস্তাক আহমেদ (৩২)। সে গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মো: আলমের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৬০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।

জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। দূর থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে ট্রাকটিতে করে মূল্যবান জিরা পাচার করা হচ্ছে।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে

বেলাবতে ১৪৩ বস্তা জিরা’সহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

আপডেট সময় ০৭:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

নরসিংদীর বেলাবতে অভিনব কায়দায় পাচারকালে ১৪৩ বস্তা অবৈধ জিরা’সহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমান উল্লাহর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড নামক স্থানে চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১২-০৭৭৬) থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ জিরার বস্তা।

অভিযানকালে ট্রাকের চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম মো: মোস্তাক আহমেদ (৩২)। সে গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মো: আলমের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৬০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।

জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। দূর থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে ট্রাকটিতে করে মূল্যবান জিরা পাচার করা হচ্ছে।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।