মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর উপর হামলা -গুরুতর আহত ২জন
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :- নরসিংদীর মনোহরদীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের প্রতিবেশীর উপর হামলার ঘটনা ঘটে। এতে দুই জন গুরুতর আহত হয়। (২ জুলাই) বুধবার সকালে মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর গ্রামে এমন ঘটনা ঘটে। হামলার ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর গ্রামের নবী হোসেন এর সাথে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আল আমিনের বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার স্থানীয় ভাবে দেন দরবার হয়েছে।
বুধবার সকালে নবী হোসেন শ্বশুরবাড়ির পিছনে গেলে আল আমিন, তার পিতা বিল্লাল হোসেন ও তার মা মদিনা দেশীয় অস্ত্র দিয়ে নবী হোসেনের উপর হামলা করে । এতে গুরুতর আহত হয় নবী হোসেন ও তার চাচাতো ভাই মামুন। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী সরকারি হাসপাতালে ভর্তি করে। নবী হোসেনের হাঁটুর নিচে ও মামুনের হাতে খুন্তি দিয়ে আঘাত করে, অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তারা। নবী হোসেনের ক্ষত স্থানে ১৫ টা সেলাই লেগেছে ও মামুনের ক্ষত স্থানে ৮টি সেলাই লেগেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় শাশুড়ি নারকিছ বেগম বাদি হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, আমার মেয়ের স্বামীকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে আল আমিন, বিল্লাল হোসেন ও তার মা মদিনা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলায় নবী হোসেনের সাথে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। বর্তমানে আমরা প্রাণনাশের হুমকিতে আছি। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার কামনা করি।
এ ব্যাপারে অভিযুক্ত কাউকে বাড়িতে পাওয়া যায়নি, একাধিকবার ফোন দিও কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।