নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত
মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মনোহরদী উপজেলা বিএনপি , পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিশাল আনন্দ র্যালি বের করে। বর্ণাঢ্য এ র্যালি মনোহরদী পৌর শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জাকির হোসেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সহ সভাপতি, মনোহরদী পৌরসভা বিএনপির নেতা অহিদুজ্জামান অহিদ, বিএনপি নেতা নয়ন ভূইয়া, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা মাওলানা মহিউদ্দিন,
বিএনপি নেতা আনোয়ার হোসেন মসু, জয়নাল মেম্বার,কাজল মিয়া,মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন রুমিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।