ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় ১০ কলেজ শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম স্থগিত

সূত্র- জাগো নরসিংদী

নরসিংদীর এক কলেজে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় ১০ শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম স্থগিত করে আগামী শনিবার(২৬ জুলাই) তাদের অভিভাবকদের কলেজে উপস্থিত হতে বলা হয়েছে।

জানা যায়, নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রবিবার(২০ জুলাই) জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে কৃষদলের নেতা-কর্মীরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপন করতে যায় ।

এসময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেয়।

এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । এ পরিস্থিতি সামাল দিতে ১০ শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।

জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মসহাসচিব ও জেলা বিএনপির সভাপতি  সাবেক এমপি খায়রুল কবির খোকন।

কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজে কোন রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না। রবিবার(২০ জুলাই)  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে পরীক্ষা চলমান থাকায় বিএনপি নেতৃবৃন্দ বৃক্ষরোপন কর্মসূচীর ভেন্যু হিসেবে আমাদের কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মূসূচী চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় শ্লোগান দেয়। এতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম  আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এব্যাপারে আগামি শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদেরকে অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, যেহেতু এই কলেজটিতে কোন প্রকার রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না। সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক শ্লোগান দিবে? তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে  অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ক্লাস  সাময়িক স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যসহ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আগামী শনিবার শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
৩৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় ১০ কলেজ শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৮:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নরসিংদীর এক কলেজে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় ১০ শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম স্থগিত করে আগামী শনিবার(২৬ জুলাই) তাদের অভিভাবকদের কলেজে উপস্থিত হতে বলা হয়েছে।

জানা যায়, নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রবিবার(২০ জুলাই) জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে কৃষদলের নেতা-কর্মীরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপন করতে যায় ।

এসময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেয়।

এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । এ পরিস্থিতি সামাল দিতে ১০ শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।

জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মসহাসচিব ও জেলা বিএনপির সভাপতি  সাবেক এমপি খায়রুল কবির খোকন।

কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজে কোন রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না। রবিবার(২০ জুলাই)  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে পরীক্ষা চলমান থাকায় বিএনপি নেতৃবৃন্দ বৃক্ষরোপন কর্মসূচীর ভেন্যু হিসেবে আমাদের কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মূসূচী চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় শ্লোগান দেয়। এতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম  আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এব্যাপারে আগামি শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদেরকে অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, যেহেতু এই কলেজটিতে কোন প্রকার রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না। সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক শ্লোগান দিবে? তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে  অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ক্লাস  সাময়িক স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যসহ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আগামী শনিবার শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।