রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘শ্রীনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলাসহ অন্তত আরো ১০টি মামলা রয়েছে। যৌথ বাহিনীর সফল অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে আলোচিত গৃহবধূ শান্তা ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সোহেল উপজেলার শ্রীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার শ্রীনগরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হন।
ওই ঘটনার পর শ্রীনগর ও সায়দাবাদ এলাকায় সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি পিস্তল, ৩৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে তার চাচাতো ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সোহেল মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই সোহেল আরো বেপরোয়া হয়ে ওঠেন। এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে সে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। পুলিশ তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালালেও এতদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।