ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

এর আগে রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২)।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, নরসিংদীর রায়পুরায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে বিপুল পরিমান অবৈধ মাদকের চালান নরসিংদীর দিকে আসছে। পরে ভৈরব-রায়পুরা ব্রীজ সংলগ্ন রায়পুরা থানার মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেক পোষ্ট পরিচালনার নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। এরপর ভৈরবের দিক থেকে মুরগীর খাবারের বস্তা বোঝাই কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ি চেকপোষ্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উলটো ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করলে পুলিশ পিকআপটি আটক করে। এ সময় পিকআপে থাকা শফিকুল ইসলাম ও মসিউর আলমকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা খাদ্যের বস্তার নিচ থেকে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিকআপসহ যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
৫৪ বার পড়া হয়েছে

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

এর আগে রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২)।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, নরসিংদীর রায়পুরায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে বিপুল পরিমান অবৈধ মাদকের চালান নরসিংদীর দিকে আসছে। পরে ভৈরব-রায়পুরা ব্রীজ সংলগ্ন রায়পুরা থানার মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেক পোষ্ট পরিচালনার নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। এরপর ভৈরবের দিক থেকে মুরগীর খাবারের বস্তা বোঝাই কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ি চেকপোষ্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উলটো ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করলে পুলিশ পিকআপটি আটক করে। এ সময় পিকআপে থাকা শফিকুল ইসলাম ও মসিউর আলমকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা খাদ্যের বস্তার নিচ থেকে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিকআপসহ যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।