মনোহরদীতে ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার
থানায় অপহরণের অভিযোগ করার ২৪ঘণ্টা পর সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পাশ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। সে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি হাতিরদিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, সকালে সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেতে একটি বস্তাবন্ধি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সারোয়ারকে জানালে তিনি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে। পরে লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। মানিব্যাগে থাকা এই এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। এঘটনায় মঙ্গলবার নিহতের স্ত্রী বাদী হয়ে মনোহরদী থানায় অভিযোগ করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর জব্বার বলেন, আমরা বুধবার একটি অভিযোগ পেয়েছি। এরমধ্যেই খবর পেলাম তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা নিহতের মোবাইলের কল লিস্ট চেক করে অপরাধীদের ধরতে কাজ করছি। তাছাড়া নিহত সাইফুলের কাছে এলাকার অনেক লোক টাকা পেতো। এজন্য বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হতো। এখন হত্যার সাথে হুমকির বিষয়ের কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।