মনোহরদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংঠনের আয়োজনে দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল। দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন, ইউনিয়ন বিএনপি সহসভাপতি জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবদলের সভাপতি আলতাফ হোসেন সজল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কিশোর, মাসুদা বেগম, ছাত্রদলের নেতা রকিবসহ।