বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়ের উদ্বোধন
নরসিংদী বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল
৪ মাচ পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, উপজেলা বিএনপির আহবায়ক ও মনোহরদী – বেলাব আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল । বেলাব উপজেলা ছাত্রদল নেতা তারেক ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব,
বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু,বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান
(আক্তার), পাটুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক রানা, পাটুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন সরকার, পাটুলী ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ভূঁইয়াসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।