ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীতে জামায়াত-শিবিরের চাঁদা দাবির ঘটনা কাল্পনিক : দাবি জামায়াতের

নিজস্ব প্রতিনিধি

নরসিংদী মাধবদীতে ৭ এপ্রিল সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলো, কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে জড়িয়ে যেসব মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা।

নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক আমীরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ এপ্রিল বিকালে এই প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জামায়াত ও শিবিরের কোনো নেতাকর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। পাশাপাশি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সেলিমের মিয়ার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়াও ব্যাংকটির ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এ ঘটনার সাথে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা নেই বলেও বক্তব্য দিয়েছেন।

জামায়াতের জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিন ও সেক্রেটারি আমজাদ হোসাইন এক যৌথ বিবৃতিতে বলা হয় যে, “উক্ত ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী বা সংগঠন জড়িত নয়। নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার সঙ্গে কয়েকজন ঋণ খেলাপির কথাকাটাকাটির ঘটনা ঘটেছে, যার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে শিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যা আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত-শিবিরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাদের সুসংগঠিত ধারাবাহিক কার্যক্রম ব্যাহত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলা প্রচার সম্পাদক আমীরুল ইসলাম বলেন, “সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী দায়িত্বশীলদের বক্তব্য নেওয়া উচিত ছিল, কিন্তু সংবাদ প্রকাশে তা অনুসরণ করা হয়নি। প্রকৃত ঘটনা গোপন রেখে আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
৪৫ বার পড়া হয়েছে

মাধবদীতে জামায়াত-শিবিরের চাঁদা দাবির ঘটনা কাল্পনিক : দাবি জামায়াতের

আপডেট সময় ০৪:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

নরসিংদী মাধবদীতে ৭ এপ্রিল সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলো, কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে জড়িয়ে যেসব মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা।

নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক আমীরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ এপ্রিল বিকালে এই প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জামায়াত ও শিবিরের কোনো নেতাকর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। পাশাপাশি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সেলিমের মিয়ার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়াও ব্যাংকটির ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এ ঘটনার সাথে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা নেই বলেও বক্তব্য দিয়েছেন।

জামায়াতের জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিন ও সেক্রেটারি আমজাদ হোসাইন এক যৌথ বিবৃতিতে বলা হয় যে, “উক্ত ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী বা সংগঠন জড়িত নয়। নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার সঙ্গে কয়েকজন ঋণ খেলাপির কথাকাটাকাটির ঘটনা ঘটেছে, যার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে শিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যা আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত-শিবিরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাদের সুসংগঠিত ধারাবাহিক কার্যক্রম ব্যাহত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলা প্রচার সম্পাদক আমীরুল ইসলাম বলেন, “সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী দায়িত্বশীলদের বক্তব্য নেওয়া উচিত ছিল, কিন্তু সংবাদ প্রকাশে তা অনুসরণ করা হয়নি। প্রকৃত ঘটনা গোপন রেখে আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি।”