ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রতিপক্ষের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সূত্র জাগো নরসিংদী

নরসিংদী শহরে শিশু-বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে । আহত  ১জনকে  আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বৃহস্পতিবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ এমদাদুল হক তা সাংবাদিকদের  নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় । নিহত ওই ব্যক্তির নাম জুনায়েদ হাসান (২৫)। তিনি নাগরিয়াকান্দি মহল্লার মো. জালাল উদ্দীনের ছেলে ।
এছাড়া আহত ব্যক্তির নাম মাসুম মোল্লা। তিনি একই এলাকার সামসু মোল্লার ছেলে।

হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার বিকেল ৬টার দিকে নাগরিয়াকান্দি এলাকায় মাসুম মোল্লা ও হায়দার মিয়ার দুই শিশুপুত্র খেলা করছিল।  খেলার সময় দুই শিশু ঝগড়ায় জড়িয়ে পড়ে।

এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মাসুম ও হায়দার ঘটনাস্থলে এসে নিজেরাও তর্কে জড়িয়ে পড়েন । এক পর্যায়ে উত্তেজিত হায়দার রাস্তার পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে মাসুমের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাসুমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাত ৯টার দিকে বাড়ি নেওয়া হচ্ছিল তাকে। পৌর এলাকার কাউরিয়া ঈদগাহ এলাকা অতিক্রমের সময় আগেই উৎপেতে থাকা হায়দার পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মাসুমের ওপর পুনরায় হামলা চালায়। হামলাকারীরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে।

পুনরায় নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে । এদিকে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মাসুমের সঙ্গে থাকা ব্যক্তিরা দৌঁড়ে গিয়ে জুনায়েদ হাসান নামে একজনকে ধরে ফেলেন। ওই সময় তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে আহত করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল  নেয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়।

অন্যদিকে গুরুতর আহত আবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, হত্যাকান্ডের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
৩৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে প্রতিপক্ষের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:৫০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

নরসিংদী শহরে শিশু-বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে । আহত  ১জনকে  আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বৃহস্পতিবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ এমদাদুল হক তা সাংবাদিকদের  নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় । নিহত ওই ব্যক্তির নাম জুনায়েদ হাসান (২৫)। তিনি নাগরিয়াকান্দি মহল্লার মো. জালাল উদ্দীনের ছেলে ।
এছাড়া আহত ব্যক্তির নাম মাসুম মোল্লা। তিনি একই এলাকার সামসু মোল্লার ছেলে।

হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার বিকেল ৬টার দিকে নাগরিয়াকান্দি এলাকায় মাসুম মোল্লা ও হায়দার মিয়ার দুই শিশুপুত্র খেলা করছিল।  খেলার সময় দুই শিশু ঝগড়ায় জড়িয়ে পড়ে।

এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মাসুম ও হায়দার ঘটনাস্থলে এসে নিজেরাও তর্কে জড়িয়ে পড়েন । এক পর্যায়ে উত্তেজিত হায়দার রাস্তার পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে মাসুমের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাসুমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাত ৯টার দিকে বাড়ি নেওয়া হচ্ছিল তাকে। পৌর এলাকার কাউরিয়া ঈদগাহ এলাকা অতিক্রমের সময় আগেই উৎপেতে থাকা হায়দার পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মাসুমের ওপর পুনরায় হামলা চালায়। হামলাকারীরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে।

পুনরায় নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে । এদিকে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মাসুমের সঙ্গে থাকা ব্যক্তিরা দৌঁড়ে গিয়ে জুনায়েদ হাসান নামে একজনকে ধরে ফেলেন। ওই সময় তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে আহত করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল  নেয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়।

অন্যদিকে গুরুতর আহত আবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, হত্যাকান্ডের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।