ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে মৌটুপিতে পূর্ব শত্রুতার জেরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০

নিজস্ব সংবাদদাতা
ভৈরবে মৌটুপিতে পূর্ব  শত্রুতার জেরে সরকার বাড়ি ও কর্তা বাড়ির ২ পক্ষের সংঘর্ষে  উভয় পক্ষের অন্তত কমপক্ষে আহত হয়েছে  ৫০ জন।  এ সময় আহতদের কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক কে চিকিৎসা দেয়া হয়েছে ।
এদের মধ্যে গুরুতর  আহত (১) পাভেল মৃধা (৩৯),  (২) মিলন মিয়া ,  দ (৩) তামিম (২০),   (৪) আলী  আহমদ আলী    (৫) মাসুকুর মিয়া,  (৬) আঙ্গুর মিয়া (৬০)  (৭) বুলবুল  (৩২) তৌহিদ  (৬০)   কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে  উন্নত চিকিৎসার জন্য কিশোর গঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে   ও রুবেল  পান্ডা  ( ৩৫)  কে গুরুতর আহত  অবস্থায়  ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড  করা হয়েছে।
স্থানীয়রা জানায় আজ মঙ্গলবার দুপুরে সরকার বাড়ির সরকার শেফায়েতর পুত্র নাহিদ কর্তা বাড়ির দিকে বেড়াতে যায়। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে কর্তা বাড়ির  লোকজন তাকে মারধোর করে। এ খবর তার বাড়িতে  পৌছলে  উভয় পক্ষের লোকজন  দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পরে। প্রায় ৩ ঘন্টার  সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে  ৫০ জন আহত হয়েছে ।
খবর পেয়ে  ঘটনাস্থলে পৌছে সেনাবাহিনী ও ভৈরব  থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  জানাযায় গত ৫৪ বছর ধরে ২ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।এ পর্যন্ত উভয় পক্ষের ১৫ জন নিহত ও কয়েক  শত আহত হয়েছে । কয়েক কোটি টাকার সম্পদ লোটপাট ও ধব্বংস হয়েছে । সর্বশেষ গত ১০ মাস আগে সংঘর্ষে কর্তা বাড়ির নাদিম কর্তা এবং  সরকার বাড়ির  কায়য়ুম ও ইকবাল সহ ৩ জন নিহত হয়েছে  ।
এ বিষয়ে কর্তা বাড়ির আঙ্গুর কর্তা জানান, দীর্ঘদিন আমরা বাড়ি ছাড়া ছিলাম। আমরা বাড়িতে আসার পর আজকে চেয়ারম্যান সাফায়েত সরকারের পুত্র  এলাকায়  দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে মারধোর করে  আমাদের লোকজন দের কে আহত  করেছে।
এ বিষয়ে  চেয়ারম্যান সরকার শাফায়েতের পুত্র নাহিদ  অভিযোগ  অস্বীকার করে বলেন  তিনি তার ফসলি জমি দেখে আসার পথে তাকে হত্যার উদ্দেশ্যে কর্তা বাড়ির লোকজন তার উপর হামলা চালিয়ে  তাকে মারধোর করে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন  জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে  এনেছে ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩০ বার পড়া হয়েছে

ভৈরবে মৌটুপিতে পূর্ব শত্রুতার জেরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় ০৬:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
ভৈরবে মৌটুপিতে পূর্ব  শত্রুতার জেরে সরকার বাড়ি ও কর্তা বাড়ির ২ পক্ষের সংঘর্ষে  উভয় পক্ষের অন্তত কমপক্ষে আহত হয়েছে  ৫০ জন।  এ সময় আহতদের কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক কে চিকিৎসা দেয়া হয়েছে ।
এদের মধ্যে গুরুতর  আহত (১) পাভেল মৃধা (৩৯),  (২) মিলন মিয়া ,  দ (৩) তামিম (২০),   (৪) আলী  আহমদ আলী    (৫) মাসুকুর মিয়া,  (৬) আঙ্গুর মিয়া (৬০)  (৭) বুলবুল  (৩২) তৌহিদ  (৬০)   কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে  উন্নত চিকিৎসার জন্য কিশোর গঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে   ও রুবেল  পান্ডা  ( ৩৫)  কে গুরুতর আহত  অবস্থায়  ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড  করা হয়েছে।
স্থানীয়রা জানায় আজ মঙ্গলবার দুপুরে সরকার বাড়ির সরকার শেফায়েতর পুত্র নাহিদ কর্তা বাড়ির দিকে বেড়াতে যায়। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে কর্তা বাড়ির  লোকজন তাকে মারধোর করে। এ খবর তার বাড়িতে  পৌছলে  উভয় পক্ষের লোকজন  দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পরে। প্রায় ৩ ঘন্টার  সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে  ৫০ জন আহত হয়েছে ।
খবর পেয়ে  ঘটনাস্থলে পৌছে সেনাবাহিনী ও ভৈরব  থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  জানাযায় গত ৫৪ বছর ধরে ২ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।এ পর্যন্ত উভয় পক্ষের ১৫ জন নিহত ও কয়েক  শত আহত হয়েছে । কয়েক কোটি টাকার সম্পদ লোটপাট ও ধব্বংস হয়েছে । সর্বশেষ গত ১০ মাস আগে সংঘর্ষে কর্তা বাড়ির নাদিম কর্তা এবং  সরকার বাড়ির  কায়য়ুম ও ইকবাল সহ ৩ জন নিহত হয়েছে  ।
এ বিষয়ে কর্তা বাড়ির আঙ্গুর কর্তা জানান, দীর্ঘদিন আমরা বাড়ি ছাড়া ছিলাম। আমরা বাড়িতে আসার পর আজকে চেয়ারম্যান সাফায়েত সরকারের পুত্র  এলাকায়  দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে মারধোর করে  আমাদের লোকজন দের কে আহত  করেছে।
এ বিষয়ে  চেয়ারম্যান সরকার শাফায়েতের পুত্র নাহিদ  অভিযোগ  অস্বীকার করে বলেন  তিনি তার ফসলি জমি দেখে আসার পথে তাকে হত্যার উদ্দেশ্যে কর্তা বাড়ির লোকজন তার উপর হামলা চালিয়ে  তাকে মারধোর করে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন  জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে  এনেছে ।