ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি

“শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র, নরসিংদীর সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সভায় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নরসিংদীর উপমহাপরিদর্শক এ.কে.এম সালাউদ্দিন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, শ্রমিকরা দেশের উন্নয়ন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও এখনও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের সুরক্ষা, ন্যায্য মজুরি ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে দিবসটি পালন করা হয় উৎসবমুখর পরিবেশে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
৪৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে মহান মে দিবস পালিত

আপডেট সময় ০৭:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

“শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র, নরসিংদীর সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সভায় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নরসিংদীর উপমহাপরিদর্শক এ.কে.এম সালাউদ্দিন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, শ্রমিকরা দেশের উন্নয়ন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও এখনও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের সুরক্ষা, ন্যায্য মজুরি ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে দিবসটি পালন করা হয় উৎসবমুখর পরিবেশে।