নরসিংদীতে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাহসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২
নরসিংদীর পলাশে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(৭ মে) সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ট্রাকচালক মাইনুল ইসলাম (২৫) ও হেলপার হাসান প্রামানিককে (৩৩)।
পলাশ থানা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং ট্রাকটি আটক করতে সক্ষম হয়। অভিযানে ১১ টন (১১ হাজার ২৫০ কেজি) নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।