রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রনক নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেন চলন্ত অবস্থায় রেলের পাশে থাকা একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনক উপজেলার পলাশতলী মধ্যপাড়া এলাকার মইনুল হক লেলিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনক ও তার এক বন্ধু নরসিংদী শহরে যাওয়ার উদ্দেশ্যে রায়পুরার মেথিকান্দা স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি আশারামপুর এলাকায় পৌঁছালে রেলের পাশে থাকা একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় রনক। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেল লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছপালা পরিষ্কার এবং ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
																			 
										 
								                                        









