মাধবদীর মাথরায় আদালতের নোটিশ অমান্য করে রাতের আধারে চলছে নির্মান কাজ
মাধবদী থানার মাথরা এলাকার মৃত অলিউল্লাহর ছেলেদের সাথে একই এলাকার ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা বিষয় নিয়া ঝগড়া বিবাদ চলিয়া আসিতেছে।এরই জের ধরে গত ৩০ই আগস্ট অনুঃ ১২.০০ ঘটিকার সময় আনোয়ার গং সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন দুষ্কৃত প্রকৃতির লোকজন জমিতে অনধিকারে প্রবেশ করিয়া জমিতে জোরপুর্বক নির্মান কাজ করিতে থাকে। বাধা দিলে আনোয়ার গং রাতুল মিয়াদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করিলে আনোয়ার গং মারপিট করার জন্য উদ্যত হয়। রাতুলের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ডাক-চিৎকারে করিলে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আনোয়ার গং বিভিন্ন ধরনের হুমকী সহ রাতুল মিয়াদের সময় সুযোগমতো পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া রাখিবে বলিয়া হুমকী প্রদান করে। বর্তমানে রাতুল মিয়া ও তার পরিবারের লোকজন আতংকিত অবস্থায় আছে এ বিষয়ে রাতুল মিয়া বাদি হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে আরও যানাযায় মৃত অলিউল্লাহর ছেলে মোঃ রাতুল মিয়া মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা মৌজাস্থিত ৪.৭৫ শতাংশ জমির পৌত্রিক সূত্রে মালিক হইয়া ভোগ দখলে নিয়োজিত আছে প্রতিবেশি ইউনুছ আলীর ছেলে ,আনোয়ার হোসেন (৪৫), আমির হোসেন (৩৫),মৃত ছামেদ আলীর ছেলে ইউনুছ আলী (৭৫),আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২৫)। এ বিষয়ে রাতুল মিয়া বলেন আনোয়ার গংরা যে কোন মুহুর্তে আমাদের উক্ত জমিতে আসিয়া আমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিয়া আইন শৃঙ্গলার অবনতি ঘটাইতে পারে বলে ধারনা করিতেছি। ঘটনার বিষয় স্থানীয় লোকজন সহ আমার পরিবারের লোকজনদের সাথে আলোচনা করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করি। উল্লেখ উক্ত জমি নিয়ে কোর্টে একটি ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারার মামলা চলমান আছে যাহার মামলা নং – মাধবদী এম মামলা নং-৮৩৭/২০২৫, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৪৫ এবং বিজ্ঞ আদালতের স্মারক নং-১৫১৩, তাং-০৪/০৮/২০২৫ খ্রিঃ । তফসিল বর্ণিত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার মর্মে উভয় পক্ষকে নোটিশ দেন আদালত ।