ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশে কাপড়ের গোডাউনে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার

Oplus_131072

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টেইলার্স এন্ড ফেব্রিক্সের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত পৌনে ২টায় পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের গরিবের নেওয়াজ টেইলার্স এন্ড ফেব্রিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে পলাশ ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির মিয়া জানান, রাতে কাপড়ের গোডাউনের পিছনের একটি রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ পৌনে ২টার দিকে একটি বিকট শব্দ শুনা যায়। এসময় দরজার ফাঁকা দিয়ে ধুঁয়া দেখতে পাই। পরে কয়েক বাড়ি ঘুরে বাজারের সামনে এসে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ছে। এ ঘটনা পলাশ ফায়ার সার্ভিসকে জানালে রাতেই ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডে আমার টেইলার্স ও ফেব্রিক্সের গোডাউন পুড়ে সব মালামাল ছাই হয়ে যায়। পাশের একটি স্বর্ণের দোকানে সামান্য অংশ পুড়ে যায়। এ আমার ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

এদিকে আজ দুপরে চরসিন্দুর বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
১৯ বার পড়া হয়েছে

পলাশে কাপড়ের গোডাউনে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় ০৫:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টেইলার্স এন্ড ফেব্রিক্সের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত পৌনে ২টায় পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের গরিবের নেওয়াজ টেইলার্স এন্ড ফেব্রিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে পলাশ ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির মিয়া জানান, রাতে কাপড়ের গোডাউনের পিছনের একটি রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ পৌনে ২টার দিকে একটি বিকট শব্দ শুনা যায়। এসময় দরজার ফাঁকা দিয়ে ধুঁয়া দেখতে পাই। পরে কয়েক বাড়ি ঘুরে বাজারের সামনে এসে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ছে। এ ঘটনা পলাশ ফায়ার সার্ভিসকে জানালে রাতেই ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডে আমার টেইলার্স ও ফেব্রিক্সের গোডাউন পুড়ে সব মালামাল ছাই হয়ে যায়। পাশের একটি স্বর্ণের দোকানে সামান্য অংশ পুড়ে যায়। এ আমার ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

এদিকে আজ দুপরে চরসিন্দুর বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।